রোনালদোই জিতবে ব্যালন ডি’অর : বোল্ট


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০১ আগস্ট ২০১৬

অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তোলার জন্য ইতিমধ্যে রিও পৌঁছে গেছেন বজ্রমানব উসাইন বোল্ট। সেখানে গিয়েও কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা ভুললেন না তিনি। এমনিতেই ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর বড় ভক্ত তিনি। তবে ফুটবলার হিসেবে রোনালদোই বোল্টের সবচেয়ে প্রিয়। সেই রোনালদো যখন সাফল্যের চূড়ায় উঠে বসে আছেন, তখন বোল্ট যারপরনাই খুশি।

এ কারনেই রিওতে বসে বোল্ট ঘোষণা দিলেন, ‘আগামী ব্যালন ডি’অরটা জেতা উচিৎ ক্রিশ্চিয়ানো রোনালদোরই। আমার তো মনে হয়, রোনালদোই জিতবে ব্যালন ডি’অর।’ স্প্যানিশ পত্রিকা মার্কা প্রকাশ করেছে এই রিপোর্ট।

কেন রোনালদোর পক্ষে এতবড় বাজি ধরতে পারছেন বিশ্বের সবচেয়ে গতি মানব? যুক্তি তো তার কাছে প্রস্তুত করাই আছে। তিনি বলছেন, ‘একে তো চ্যাম্পিয়ন লিগ জিতেছেন রোনালদো। সে সঙ্গে জিতেছেন ইউরো কাপের শিরোপাও। সুতরাং, চোখ বন্ধ করেই বলে দেয়া যায়, এবার ব্যালন ডি’অরটা উঠছে সিআর সেভেনের হাতে।’

বোল্টের মতে, পর্তুগালের ইউরো জয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল রোনালদোর। কারণ, তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়েই দলের অন্য ফুটবলাররা শিরোপা জয়ে ঝাঁপিয়ে পড়েছিল।

ম্যানইউ, রোনালদোর ভক্ত হলেও রিওতে নেইমারের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন বোল্ট। তিনি বলেন, ‘নেইমারের সঙ্গে সাক্ষাৎ করার বেশ ইচ্ছা রয়েছে। তার খেলা আমি খুব পছন্দ করি। ইতিমধ্যে আমাদের মধ্যে কয়েকবার বার্তা আদান-প্রদানও হয়েছে। তার সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছি।’

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।