অক্টোবরে ভারতে কাবাডি বিশ্বকাপ


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০১ আগস্ট ২০১৬

দুইবার তারিখ পিছিয়ে অবশেষে অক্টোবরে ভারতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ কাবাডি। আয়োজক ভারত-সহ বিশ্বের ১২টি দেশ এ বিশ্বকাপে অংশ নেবে।  আন্তর্জাতিক কবাডি ফেডারেশেন বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক কবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট জর্নাদন সিং গৈহলট জানান, `কবাডি ধীরে ধীরে জনপ্রিয়তা ফিরে পাওয়ায় আন্তর্জাতিক কবাডি ফেডারেশন ভীষণ খুশি। তাই চলতি বছরে ভারতে কবাডি বিশ্বকাপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের প্রো-কবাডি জনপ্রিয়তা দেখে এখানে বিশ্বকাপ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। ভারত-সহ মোট ১২টি দেশ বিশ্বকাপে অংশ নেবে।’

২০০৭ সালে সর্বশেষ মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ কাবাডি টুর্নামেন্ট। সেবার ৩৩ দেশের অংশগ্রহণে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।