‘পেলে-ম্যারাডোনার চেয়েও ভালো মেসি’


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০১ আগস্ট ২০১৬

সর্বকালের সেরা ফুটবলার কে? ফুটবল দুনিয়ায় এমন প্রশ্ন বিরাজ করছে অনেক আগে থেকেই। কারো কাছে পেলে, কেউ বা বলছেন ম্যারাডোনা। কখনো এই দুই গ্রেটকে ছাপিয়ে লিওনেল মেসিকে বলা হচ্ছে সর্বকালের সেরা। বার্সেলোনা সুপারস্টারকে নিয়ে আরো একবার এমন তথ্যই প্রমাণ করার চেষ্টা করলেন পোপ ফ্রান্সিস।  

বিশ্ব যুব দিবসে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পোপ। সেখানেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসির প্রসঙ্গ টেনে ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু বলেন, `আমার মতে, পেলে-ম্যারাডোনার চেয়েও মেসি ভালো। ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ফুটবলার ২৯ বছর বয়সী মেসি।`  

সংক্ষিপ্ত এই বাক্যেই স্বদেশী ফুটবল তারকার শ্রেষ্ঠত্ব বোঝাতে চেয়েছেন পোপ। আর্জেন্টিনার পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি। জাতীয় দলের হয়ে ১১৩ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৫৫টি গোল। শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের হতাশায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন মেসি। তাকে ফেরাতে মরিয়া গোটা ফুটবল বিশ্ব।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।