এবার বিমানের কার্গো হলে মিলল ১২০ বার স্বর্ণ
এবার বাংলাদেশ বিমানের একটি প্লেনের কার্গো হল থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও শুল্ক বিভাগ। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার বিকেল ৪টা এসব স্বর্ণ জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগের এসি উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (নম্বর-বিজি ০৪৮) বিকেল সোয়া বারেটার দিকে চট্টগ্রাম হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আমরা গোপন সংবাদে জানতে পারি ওই প্লেনের কার্গো হলে বিপুল পরিমাণ স্বর্ণ রয়েছে। এ খবরে ৩টা ৫০ মিনিটে ওই বিমানের কার্গো হলে অভিযান চালানো হয়। সেখানে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় ১২০টি সোনার বার জব্দ করা হয়। এসব বারের ওজন প্রায় ১৪ কেজি।
তিনি আরও বলেন, এঘটনায় অধিকতর তল্লাশীর জন্য বাংলাদেশ বিমানের ওই কার্গোটি আটক রাখা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ আমদানির মূল হোতাকে গ্রেফতার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।