প্রয়োজনে ১০ নম্বরে ব্যাট করবেন বিজয়


প্রকাশিত: ১২:২৬ পিএম, ৩১ জুলাই ২০১৬

মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখা হয়ে গেছে বাংলাদেশ দলের অন্যতম ওপেনার এনামুল হক বিজয়ের। ওয়ানডে বিশ্বকাপের আগে ওপেনিংয়ে ছিলেন অটোম্যাটিক চয়েজ; কিন্তু মাত্র এক বছরের ব্যবধানেই বদলে গেছে সবকিছু। এমনকি এখন দলে ঢোকার জন্য ১০ নম্বরেও ব্যাট করতে রাজী এ ওপেনার। রাখ-ঢাক না রেখে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন তিনি।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের বিজয় বলেন, ‘বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট ও অধিনায়ক আমাকে যেখানে খেলতে বলবে আমি সেখানেই খেলতে প্রস্তুত। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে সুযোগ আমাকে পেতে হবে। যদি দশ নম্বরেও খেলতে হয় সেটাও হবে। আমি সুযোগের অপেক্ষায় আছি।’

কথাগুলো নিছক মজা করে বলেননি বিজয়। তার প্রমাণ হিসেবে ক্যারিয়ারের প্রথম দু’টি প্রথম শ্রেণীর সেঞ্চুরির কথা মনে করিয়ে দেন তিনি। প্রথম এবং দ্বিতীয় দু’টি সেঞ্চুরি তিনি সাত নম্বরে ব্যাটিং করে পেয়েছেন।

‘আমি সব সময় বলতে চাই আমি দলের হয়ে ক্রিকেট খেলি। দলের হয়ে যে কোনো জায়গায় আমি সব সময় প্রস্তুত। আমার প্রথম প্রথম শ্রেণির সেঞ্চুরি কিন্তু সাত নম্বরে। দ্বিতীয়টাও নম্বর সাতে। তারপর টপ অর্ডারে চলে আসছি।’

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দারুণ সফল হলেও ব্যক্তিগতভাবে টেস্ট ক্রিকেটকেই বেশি পছন্দ বিজয়ের। তবে নিজেকে তিন সংস্করণের জন্যই প্রস্তুত রাখছেন তিনি। সুযোগ পেলে নিজের সেরা খেলাটাই খেলবেন বলে জানান তিনি। আর তাই নিজেকে সেভাবেই তৈরি করছেন বিজয়।

‘ফিটনেস আমাদের জরুরী ছিল। প্রত্যেকের উপর জোর দেওয়া হচ্ছে। ফিটনেস ক্যাম্প করলে মানসিকভাবে শক্ত হওয়া যায়। এমনকি ২-৫টা পর্যন্ত ব্যাটিং ট্যাকনিক নিয়ে কাজ করছি। বাসায়ও কিছু হোমওয়ার্ক আছে আমার। যেগুলো ব্যাক্তিগতভাবে আমি চেষ্টা করে যাচ্ছি ব্যাটিংয়ে উন্নতি করার জন্যে। আশা করছি খেললে পরে পরিবর্তন এসে যাবে।’

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।