একটি সুযোগের অপেক্ষায় বিজয়


প্রকাশিত: ১২:১২ পিএম, ৩১ জুলাই ২০১৬

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপেও ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে প্রথম পছন্দ ছিলেন এনামুল হক বিজয়; কিন্তু দুর্ভাগ্য পিছু নিলে কিই বা করা থাকে! কারণ হঠাৎ ইনজুরিতে পড়ে বিশ্বকাপের মাঝপথ থেকেই শুধু দেশে ফিরে আসেননি, ক্যারিয়ার থেকেই যেন হারিয়ে গেলেন। বিজয়ের ইনজুরি জাতীয় দলের চিত্রটা পাল্টে দেয়। জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন বিজয়। তবে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করায় আবারও দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। সুযোগ পেলে আবার পুরনো বিজয়কেই দেখা যাবে বলেও জানান তিনি।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন বিজয়। অনুশীলন শেষে বিসিবি কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কঠিন পরিশ্রম করছি। এটা এমন না যে আজকে পরিশ্রম করছি বলে কাল সফল হব। কিংবা কাল সুযোগ আসলে ভালো খেলব। যদি কখনো সুযোগ আসে তাহলে আমি আমার আগের খেলাটা খেলে নিজের জায়গায় ফিরে আসবো। দলের মধ্যে অবশ্যই প্রতিযোগিতা অনেক বেশি আগের চেয়ে, এটা বিশ্বাস করি। চেষ্টাও করছি আগের চেয়ে আরও ভালো কিছু করার। সুযোগ আসলে চেষ্টা করবো নিজেকে প্রমাণ করার। সুযোগের অপেক্ষায় আছি।’

তামিম ইকবাল বাংলাদেশ দলের ‘অটোম্যাটিক চয়েজ’। ওপেনিংয়ে ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকারদের সঙ্গে এবার প্রতিযোগিতায় যোগ হয়েছেন শাহরিয়ার নাফীস ও রকিবুল হাসানরাও। তাই জাতীয় দলে ঢুকতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে- এটা ভালো করেই জানেন বিজয়। তাই আগের চেয়ে ভালো পারফরম্যান্স করেই দলে ঢুকতে চান তিনি।

‘জাতীয় দলে এখন প্রতিযোগিতা অনেক বেশি। টপ অর্ডারে প্রতিযোগিতা তো আরও অনেক বেশি। গত বছর থেকে দলের সবাই খুব ভালো পারফর্ম করছে। দলের পারফরম্যান্সও ভালো হয়েছে। প্রতিযোগিতা বেশি ছিল। প্রিমিয়ার লিগে চেষ্টা করেছি ভালো খেলার। যতটুকু পেরেছি ভালোই হয়েছে। তবে দলে ফেরার পথটা অবশ্যই অনেক কঠিন।’

ওয়ানডে বিশ্বকাপের পর গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন বিজয়। তবে ভালো পারফরম্যান্স করতে না পারায় আবার ছিটকে পড়েন দল থেকে। তবে এবার এতো প্রতিযোগিতার মধ্যে যদি দলে সুযোগ পান, তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন বিজয়। আর সে ভাগ্যকে কাজে লাগিয়ে ভালো ব্যাটিং করার প্রত্যয়ও প্রকাশ করেন তিনি।

‘জাতীয় দলে প্রবেশ করা অনেক চ্যালেঞ্জিং। নেট সেশন হবে, অনুশীলন ম্যাচ হবে, ফিটনেসের একটা ব্যাপার আছে। যদি সব মিলিয়ে কোচ আমাকে পছন্দ করে; পাঁচ, ছয় কিংবা সাতজনের মধ্যে একজন হতে পারি তাহলে অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করবো। সেই ভাগ্যকে কাজে লাগিয়ে ব্যাটিংয়ে ভালো করার চেষ্টা করবো।’

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।