আমেরিকায় অভিষেক ম্যাচেই সাকিবদের হার


প্রকাশিত: ০২:৫০ এএম, ৩১ জুলাই ২০১৬

ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে প্রথমবারের মত আমেরিকার মাঠে গড়াচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল)। তবে নিজেদের অভিষেক ম্যাচটাই হেরে গেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ। ড্যারেন স্যামির দল সেইন্ট লুসিয়া জোউকসের কাছে ৬৩ রানের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সাকিব-গেইলরা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতে ৮৯ রান তুলে দুর্দান্ত সূচনা এনে দেন সেইন্ট লুসিয়ার দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস। ভয়ঙ্কর হয়ে ওঠা ওপেনার চার্লসকে দশম ওভারে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। কিন্তু আউট হওয়ার আগে ৩৯ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।

অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ফ্লেচার শেন ওয়াটসনের (২০ বলে ৪৩) সঙ্গে ৫৯ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন। শেষ পর্যন্ত ৭৪ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফ্লেচার। ৪৯ বলে চারটি করে ছক্কা-চারে অপরাজিত ৭৪ রানের ইনিংসে দলকে ৩ উইকেটে ২০৬ রানের বিশাল সংগহ পায় সেন্ট লুসিয়া।

২০৭ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় জ্যামাইকা। পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় ওভারেই ফিরে যান অধিনায়ক ক্রিস গেইল। ৮ বলের মধ্যেই তিনটি চার হাঁকানো কুমার সাঙ্গাকারা ফিরেন রান আউট হয়ে। দ্রুত ফিরেন পাওয়েলও।

চ্যাডউইক ওয়ালটন (৫১ বলে ৫৪) ও আলেক্স রস (২৩ বলে ২৮) রানের গতি বাড়ানোর কাজটা ঠিকঠাক করতে পারেননি। তাই শেষের দিকে আন্দ্রে রাসেল, সাকিবের পক্ষেও দলকে জয় এনে দেওয়া সম্ভব ছিল না।

আট নম্বর হিসেবে সাকিব যখন ক্রিজে আসেন ততক্ষণে সেন্ট লুসিয়া ম্যাচ মুঠোয় পুরে ফেলেছে। তবে সাকিব ব্যাট হাতে কোনো বীরত্ব দেখাতে পারেননি। মুখোমুখি হওয়া প্রথম বলেই ফিরেন বোল্ড হয়ে। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে জ্যামাইকার ইনিংস।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।