মোস্তাফিজকেও আদর্শ মানার পরামর্শ আকিব জাভেদের


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ৩০ জুলাই ২০১৬

তিনি নেই। ইংল্যান্ডে বাসায় বসে অপারেশনের টেবিলে যাবার প্রহর গুনছেন। তবু তার কথা উঠছে বার বার। মাত্র ৬ দিনের জন্য পেস বোলিং কোচিং করাতে এসে আকিব জাভেদের মুখে ঘুরে ফিরে মোস্তাফিজের নাম। প্রথম দিন কোচিং শেষে সব সময়ের দুই বিশ্ব মানের ফাস্ট বোলার শোয়েব আখতার ও গেøন ম্যাকগ্রার সাথে কাটার মাস্টারের নাম উচ্চারিত হল আকিবের কন্ঠে।

‘যেনতেনভাবে বোলিং করলে চলবে না। একজন ফাস্ট বোলার হিসেবে নিজেকে মেলে ধরতে হলে কিছু অত্যাবশ্যকীয় উপাদান দরকার। পাশাপাশি কয়েকটি সহজাত গুণাবলি ও বৈশিষ্ট্য থাকতে হবে। তবেই না ফাস্ট বোলার হিসেবে সবার নজরে আসা যাবে’- ছয়দিনের খন্ডকালিন কোচিং করাতে এসে প্রথমদিন এইচপির ১৭ তরুণ পেস বোলারের উদ্দেশ্যে এমন বক্তব্যই রেখেছেন এ পাকিস্তানি পেস বোলিং প্রশিক্ষক।
 
শনিবার সকালে পরিচিতি পর্ব শেষে এইচপির পেসারদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই তাদের উদ্দেশ্যে এ কথাগুলো বললে আকিব। তার সোজা সাপটা উচ্চারণ, ‘একটা পৃথক স্বকীয়তা ও অন্যরকম বৈশিষ্ট্যে বলিয়ান হতে হবে। না হয় ফাস্ট বোলার হিসেবে সবার চোখে পড়া কঠিন।’

আবুল হাসান রাজু, আবু হায়দার রনি ও শুভাশীষদের সামনে কিছু আদর্শ তুলে ধরতে গিয়ে আকিব জাভেদ মোস্তাফিজের কথাও বললেন। এ বোলিং কোচের কথা, ‘এইচপির তরুণ পেসারদের সঙ্গে আমার একটি চমৎকার সেশন কেটেছে। আমি তাদের প্রথমেই জানিয়ে দিয়েছি, তোমাদের প্রত্যেককে নিজের বাজার তৈরী করতে হবে।
তবেই না, মূল্য পাবা।’
 
আকিব জাভেদ আরও বলেন, ‘আমি তাদের বলেছি, শোয়েব আখতারের প্রচন্ড স্পিড, গেøন ম্যাকগ্রার অসাধারণ অ্যাকুয়েরেনি আর মোস্তাফিজের বৈচিত্র্যকে আদর্শ হিসেবে নিতে। সবাই শোয়েব আখতারের মত শুধু গতি নির্ভর বোলিং করবে, তা নয়। কেউ কেউ গেøন ম্যাকগ্রাকেও আদর্শ মেনে তার মত নিখুঁত লাইন ও লেন্থে বল করার চেষ্টা করতে পারে। আবার বাংলাদেশের মোস্তাফিজও হতে পারে রোল মডেল।’
কেন মোস্তাফিজ রোল মডেল হতে পারে? তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘তার বৈচিত্র ও কিছুটা অস্বাভাবিক বোলিং ক্যারিশমার অধিকারি হতে পারলেও ফাস্ট বোলার হিসেবে বাজার পাওয়া সহজ হবে।’

এখানেই শেষ নয়। আকিব জাভেদের মুল কথা হলো, ‘একজন আন্তর্জাতিকমানের ব্যাটসম্যানের মুখোমুখি হয়ে তাকে চ্যালেঞ্জ জানানো সহজ কর্ম নয়। বেশ কঠিন। ওই চ্যালেঞ্জ জানাতে হলে একজন ফাস্ট বোলারের কিছু স্বকীয়তা বা ভিন্ন বৈশিষ্ট্য দরকার। যা ছাড়া কোন বিশ্বমানের ব্যাটসম্যানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া সম্ভব নয়।  শোয়েব আখতার, ম্যাকগ্রা ও মোস্তাফিজের যে  তিন বৈশিষ্ট্য ও স্বকীয়তার কথা বলা হয়েছে, তেমন কিছু থাকা একান্তই জরুরী। তবেই না আন্তর্জাতিক ব্যাটসম্যানকে কঠিন পরীক্ষার মুখে ফেলা যাবে।’

এআরবি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।