বেশি খেলার কারণে ইনজুরি হয়নি মোস্তাফিজের!


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ৩০ জুলাই ২০১৬

‘আচ্ছা মোস্তাফিজকে কি বাড়তি চাপ দেয়া হয়েছে? অল্প সময়ে কাটার মাস্টার কি একটু বেশি ম্যাচ খেলে ফেলেছেন? খেলার বাড়তি ধকলের কারণেই কি বার বার ইনজুরির মুখে পড়া তার? এমন হাজারো প্রশ্ন অনেকের।

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হতে এসে এসব পশ্নের সন্মুখীন হলেন বিসিবি মিডিয়া কমিটি প্রধান জালাল ইউনুসও। তবে জালাল কিছুতেই এ অভিযোগ গায়ে মাখতে রাজি নন। তার কথা, ‘নাহ মোটেই তা নয়। আমরা, মানে বোর্ড সব সময়ই তার ব্যাপারে সজাগ ও সতর্ক। আমাদের ফিজিও ও চিকিৎসকদের সজাগ দৃষ্টি ছিল তার ওপর।’

জালাল ইউনুস জানিয়েছেন, যখনই সমস্যা অনুভব করেছে মোস্তাফিজ, তখনই তার খেলা বন্ধ করে দিয়েছে বিসিবি। তিনি বলেন, ‘সে যখনই কোনো সমস্যা অনুভব করেছে, ঠিক তখনই তার খেলা বন্ধ করে দেয়া হয়েছে। একবারের জন্য ব্যথা বা ইনজুরি নিয়ে তাকে মাঠে নামানো হয়নি। জাতীয় দলে তো নয়ই, বাইরের কোনো টুর্নামেন্টেও মোস্তাফিজকে নিয়ে কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়নি।  যখন কোনো ব্যথা অনুভব করেছে, সাথে সাথে তাকে ওই সিরিজ বা টুর্নামেন্ট থেকে বাদ দেয়া হয়েছে। আইপিএল এবং ঘরের ক্রিকেটে সে যখনই কোনো সমস্যার কথা বলেছে, তখনই তার চিকিৎসা করানো হয়েছে। মোদ্দা কথা, তার প্রতি সজাগ দৃষ্টি ছিল আমাদের।’

এআরবি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।