বিজয়ের পরিবর্তে ভারতের টেস্ট দলে রাহুল


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ৩০ জুলাই ২০১৬

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে কোহলি বাহিনী। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে একটা ধাক্কা খেয়েছে সফরকারী দল। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন ভারতীয় ওপেনার মুরালি বিজয়। তার পরিবর্তে দলে সুযোগ পাচ্ছেন লোকেশ রাহুল। দলের অধিনায়ক বিরাট কোহলি বিষয়টি নিশ্চিত করেছেন।

কোহলি বলেন, দলে বিজয়ের পরিবর্তে রাহুল জায়গা পেয়েছে। এই একটি পরিবর্তন ছাড়া ভারতীয় দল অপরিবর্তীত থাকছে। আর প্রথম টেস্টের মতো এই ম্যাচেও দ্বিতীয় টেস্টেও আমরা আধিপত্য বজায় রাখবো।

রাহুল এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট খেলেছেন। যেখানে তার দুটি সেঞ্চুরি রয়েছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই তিন অঙ্কের দেখা পান।

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে ভারত স্বাগতিকদের ইনিংস ও ৯২ রানে হারিয়েছিল। আজ থেকেশুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।