শাহেদ শফিকের “যাবে এবার কারো প্রাণ”


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

রাস্তাঘাটে চলতে দেখি
যাচ্ছে পুড়ে গাড়ি-যান
দৌঁড়াদৌড়ি দেখলে বুঝি
যাবে এবার কারো প্রাণ।

পুলিশ দেখলে দৌঁড়ে পালায়
কখন ছুঁড়ে গুলি
অবরোধ আর হরতাল মোদের
রাজনীতিকদের বুলি।

মোদের দেশটা আর কতদিন
চলবে এমন ভাবে
চোখের সামনে আর কত প্রাণ
এমন করে যাবে।

দেশের সম্পদ নষ্ট হলে
বন্ধ কেন চোখ?
ধৈর্যধারণ কেমনে করি
কেমনে ঘুচাই দুঃখ।

মোদের প্রিয় এ দেশটাতে
চলছে যখন দ্বন্দ্ব
সংগ্রামীও জাতি তোমার
চোখ রেখোনা বন্ধ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।