রামগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় স্থানীয় সংবাদকর্মী আনিস কবিরের ওপর হামলা করেছে ছাত্রলীগ কর্মীরা।

মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সংগ্রহকালে স্থানীয় কাঠ বাজার এলাকায় এ হামলার শিকার হন তিনি।

আনিস কবির বেসরকারি একটি টেলিভিশনের স্থানীয় সংবাদকর্মী ও লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য।

এসময় ওই সংবাদকর্মীকে বেদম মারধর করে তার ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে পুলিশ ও তা সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত সংবাদকর্মী ও পুলিশ জানায়, রামগঞ্জ পৌর শহরে অবরোধের সমর্থনে বের করা উপজেলা বিএনপির একটি মিছিলের ভিডিও ফুটেজ ধারণ করছিলেন সংবাদকর্মীরা। এসময় মিছিলটি কাঠ বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ পৌর ছাত্রলীগ সভাপতি সোহেল চৌকিয়াসহ ৫/৬ জন ছাত্রলীগ কর্মী এসে সংবাদকর্মী আনিস কবিরকে বেদম মারধর করে তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।