বিজয় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে: রিজভী


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

চলমান অনির্দিষ্টকালের অবরোধ বিজয় না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বিএনপি দফতরের দায়িত্ব নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই- বর্তমান অবৈধ সরকার অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

মঙ্গলবার সকালে এক বিবৃতিতে দলের মুখপাত্র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

রিজভী আহমেদ বলেন, ভয়ঙ্কর দুঃশাসনের কবল থেকে গণতন্ত্র ফিরিয়ে দেয়াই আমাদের চলমান আন্দোলনের উদ্দেশ্য।

তিনি আরো বলেন, বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাবো, যে যেখানে যে অবস্থানে আছেন, শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করুন। বিজয় না হওয়া পর্যন্ত সকলকে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে।

দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, অবরোধকারীরা ন্যায় ও সত্যের পক্ষে। তারা জুলুমবাজ রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। উদ্দেশ্য একটাই- দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা।

সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রতিদিন আমাদের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নিজেরা নাশকতা ঘটিয়ে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে।

এভাবে মামলা দিয়ে গ্রেফতার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় উচ্চপদস্থ মন্ত্রী-নেতাদের বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় বক্তব্য রেখেছেন। আমি তাদের এহেন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাদের ওইসব নোংরা বক্তব্যের জবাব একদিন এদেশের জনগণ দেবে বলে আমরা বিশ্বাস করি বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি গুলশানের অবরুদ্ধ কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

-এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।