ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দল ঘোষণা


প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৪ জুলাই ২০১৪

মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ ৩টি ওয়ানডে, ১টি টি-টোয়েন্টি ও ১টেস্ট ম্যাচ খেলবে।

 

২০ আগস্ট শুরু হওয়া ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার ইমরুল কায়েস ও পেসার রুবেল হোসেন। বাদ পড়েছেন অলরাউন্ডার জিয়াউর রহমান। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

ওয়ানডে দল- মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, শামসুর রহমান, রুবেল হোসেন, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন।

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ আগস্ট প্রথম ওয়ানডে, ২২ আগস্ট দ্বিতীয় ও ২৫ আগস্ট তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ২৭ আগস্ট ক্যারিবীয়দের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সবশেষে ৫-৯ জুন একমাত্র টেস্ট শেষে সফর শেষ করবে বাংলাদেশ দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।