মোস্তাফিজকে নিয়ে সতর্ক বিসিবি


প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৭ জুলাই ২০১৬

অবশেষে শঙ্কাটাই সত্যে পরিণত হল। কাঁধের পুরোনো চোটের জায়গাটিতেই নতুন করে ব্যথা পাওয়ায় সাসেক্সের হয়ে আর খেলা হচ্ছে না মোস্তাফিজের। তবে মোস্তাফিজকে নিয়ে সতর্ক বিসিবি। এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘মোস্তাফিজের এমআরআই রিপোর্টে কাঁধের অস্থিসন্ধির একটি অংশে, সংক্ষেপে যেটিকে বলে স্ল্যাপ (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরেকটি এমআরআই করানো হবে।’

তিনি আরো বলেন, ‘স্থায়ী নিরাময় পেতে প্রয়োজনে অস্ত্রোপচারও করা লাগতে পারে মোস্তাফিজের। সেটা নিশ্চিত হওয়া যাবে নতুন এমআরআই রিপোর্ট হাতে আসার পর। মোস্তাফিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওর ব্যাপারে বিসিবি কোনোরকম ঝুঁকি নেবে না। আর ব্যথ্যানাশক ওষুধ দিয়ে ওকে খেলতে দেয়া হবে না।’

এদিকে ইনজুরি যেমনই হোক, আপাতত দেশে ফিরছেন না কাটার মাস্টার। বিসিবি চায় তার পুনর্বাসন প্রক্রিয়াটা ইংল্যান্ডেই হোক।

এআরবি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।