এমআরআই রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে মোস্তাফিজ


প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৬ জুলাই ২০১৬

লাখো ভক্ত উদ্বিগ্ন! কী হয়েছে মোস্তাফিজের? বাহুর ইনজুরি কতটা গুরুতর? খারাপ কিছু নয় তো? কাটার মাস্টার কি সাসেক্সের হয়ে খেলতে পারবেন? অবশেষে এমআরআই রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে দেখা করতে গেলেন মোস্তাফিজ। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেন, মোস্তাফিজের আগের ইনজুরির সঙ্গে নতুন একটা সমস্যা যোগ হয়েছে। তবে সেটা কতটা গুরুতর তা চিকিৎসকের সঙ্গে দেখা করার পর জানা যাবে।

তিনি আরও বলেন, মোস্তাফিজের যে সমস্যা তা ব্যথানাশক ইনজেকশন অথবা বিশ্রামেই চলে যেতে পারে। তবে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারও করা হতে পারে। চিকিৎসকের সঙ্গে দেখা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, চিকিৎসকের কাছে যাওয়ার আগে মোস্তাফিজের সঙ্গে কথা হয়েছে এমনটাও জানিয়েছেন বায়েজেদুল ইসলাম।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।