টেস্টে পাঁচ-ছয় নম্বরে ব্যাট করতে চান সাব্বির


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৬ জুলাই ২০১৬

আগামী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসছে ইংল্যান্ড। প্রায় ১৪ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামবে টাইগাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত পারফরম করা সাব্বির রহমানের এবারের লক্ষ্য টেস্ট ক্রিকেট। তবে সংক্ষিপ্ত সংস্করণে তিন নম্বরে সফল হলেও টেস্টে পাঁচ-ছয় নম্বরে খেলতে চান এ ড্যাশিং ব্যাটসম্যান।

মঙ্গলবার মিরপুর একাডেমী মাঠে অনুশীলন শেষ সাব্বির বলেন, ‘টেস্টের প্রথম ১০-১২ ওভার বল খুব মুভ করে। ফলে এক বা দুই নম্বরে নামা ব্যাটসম্যানরা কিছু সমস্যার মুখে পড়ে। তবে যারা পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করে তাদের স্পিন খেলতে হয়, সে সময় পেসারদের বলেও মুভমেন্ট থাকে; নিজের পছন্দের জায়গার কথা বললে বলবো, আমার জন্য হয় তো পাঁচ বা ছয় নম্বর জায়গাই বেশি ঠিক হবে।’

Sabbir

পাঁচ-ছয় নম্বরে খেলতে চাইলেও সুযোগ পেলে কোচ এবং অধিনায়ক যেভাবে যখন চাইবেন সেখানেই ব্যাটিং করবেন সাব্বির। এ প্রসঙ্গে বলেন, ‘আমার বিশেষ কোনো চাহিদা নেই। দলের প্রয়োজনে অধিনায়ক ও কোচ আমাকে যেখানে খেলাতে চাইবেন। আমি সেখানেই খেলার চেষ্টা করবো এবং চেষ্টা করবো ভালো কিছু করার।’

বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের তুলনায় একটু আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করেন সাব্বির। টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটের মত লম্বা সংস্করণের ম্যাচেও একই ধারায় খেলতে পছন্দ করেন তিনি। জাতীয় লিগ ও বিসিএলে যেখানেই খেলেন প্রধান উদ্দেশ্য রান করা থাকেই বলে জানান এ ড্যাশিং ব্যাটসম্যান।

‘ক্রিকেট এতো দ্রুতগতির হয়ে গেছে যে টেস্ট, টি-টোয়েন্টি- যে কোনো জায়গায় রান করলেই ব্যাটসম্যান ভালো, না করলেই খারাপ। সব সময় আমার চেষ্টা থাকে রান নিয়মিত করার জন্য। ঘরোয়া ক্রিকেটের বিসিএল, প্রিমিয়ার লিগ বা জাতীয় দলের ওয়ানডে বা টি-টোয়েন্টি, যেখানেই খেলি না কেনো আমার উদ্দেশ্য থাকে রান করা।’

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।