শেষ হচ্ছে ‘আমাদের নিশ্চিন্তপুর’


প্রকাশিত: ১১:৫৫ এএম, ১১ জানুয়ারি ২০১৫

গ্রামের নাম নিশ্চিন্তপুর। শহর থেকে গ্রামে ফিরে আসা যুবক শাহেদের দানকরা জমিতে স্থাপিত একটি কমিউনিটি ক্লিনিককে কেন্দ্রকরে নাটকের গল্প আবর্তিত। শাহেদের জীবনের সবচেয়ে বড় কষ্ট, সে তার বাবার মৃত্যুর সময় তার পাশে থাকতে পারেনি। তাই শহর ছেড়ে চিরদিনের জন্য সে চলে এসেছে গ্রামে। বাবার রেখে যাওয়া জমি সে দান করেছে কমিউনিটি ক্লিনিকের জন্য। অন্যদিকে মায়ের স্বপ্ন পূরণ করতে জ্যোতিও ফিরে এসেছে গ্রামে। গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর এই স্বপ্ন এই দুই মানব-মানবীকে করেছে কাছাকাছি। কিন্তু, তাদের মিলনে বাধা হয়ে দাঁড়িয়েছে জ্যোতির পিতৃহীন সন্তান। জ্যোতির মনে ভয়। বিয়ের পর যদি শাহেদ তার সন্তানকে ভালো না বাসে! অন্য দিকে সব ভালো কাজে সন্দেহের গন্ধ খুঁজে বেড়ানো মোজাম্মেল ও তাদের জীবনে বড় বাধা। শুধু তাদের নয়, গ্রামের স্কুল, ক্লিনিক, কৃষি খামার সব কিছুই মোজাম্মেলের শত্রুতা। এমনি নানা ঘাত-প্রতিঘাত, দ্বন্দ-আনন্দ, হাসি-কান্না আর সবুজ সমৃদ্ধি নিয়ে বাংলাদেশের আর সব গ্রামের মতোই একটি গ্রাম ‘আমাদের নিশ্চিন্তপুর’।

গত ১৪ অক্টোবর ২০১৪ তারিখ থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হয় ধারাবাহিকটি। আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত নাটকটি প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হয়।

১৩ জানুয়ারি প্রচার হবে আমাদের নিশ্চিন্তপুর এর শেষ পর্ব। ১৩ পর্বে শেষ হচ্ছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, মনির খান শিমুল, সোহানা সাবা, মাজনুন মিজান, এস.এম.মহসিন, সালাম আব্বাসী, মিতা নুর, ফারুক আহমেদ, সাবেরী আলম, রাহুল আনন্দ, নোভা, সুমন আনোয়ার প্রমূখ।

নাটকটির প্রতিটি পর্বে দর্শকদের জন্য থাকে ক্যুইজ। আর প্রতি পর্বে ৫ জন ক্যুইজ বিজয়ীর জন্য থাকে আকর্ষণীয় পুরস্কার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।