কেরাণীগঞ্জে নারী পুলিশসহ নিহত ৩


প্রকাশিত: ১১:৩৩ এএম, ১১ জানুয়ারি ২০১৫

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল সড়কে ট্রাক-সিএনজি অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে অটোরিকসা চালকসহ দুই নারী নিহত হয়েছেন। তারা দু`জনই অটোরিকসার যাত্রী ছিলেন।

নিহত দুই নারীর একজন দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল (কনস্টেবল নম্বর-১৫১২) সেলিনা আক্তার। চালক ও অপর যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ঘাতক ট্রাকটি সিএনজি অটোরিকসাটিকে (ঢাকা মেট্রো থ ১৪-০৩৪৩) ধাক্কা দিলে এটি উল্টে যায়। ঘটনাস্থলেই অটোরিকসার দুই যাত্রী ও চালক মারা যান। নিহত দুই নারী যাত্রীর একজনের নাম সেলিনা আক্তার। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল। তার স্বামী জয়নাল আবেদীনও একই থানার এসআই।

তিনি বলেন, কনস্টেবল সেলিনা সকাল থেকে দায়িত্ব পালন করে দুপুরের খাবার খেতে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনার মুখে পড়েন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তবে সেটাকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।