ভিডিও দেখার উন্নত সুবিধা আসছে ফেসবুকে


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১১ জানুয়ারি ২০১৫

ফেসবুকে ভিডিও দেখার সুবিধার্থে কুইকফায়ারকে অধিগ্রহণ করল ফেসবুক। আগে ফেসবুকে উন্নত কোয়ালিটির ভিডিও দেখতে গেলে ব্যবহারকারীরা বিভিন্ন অসুবিধার সন্মুখীন হতেন। সেই সমস্যা থেকে ফেসবুক ব্যবহারকারীদের মুক্তি দিতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। মূলত কম ইন্টারনেট ব্যবহার করে উন্নত ভিডিও দেখার সুবিধা দেয় কুইকফায়ার।

গত ৮ জানুয়ারি ফেসবুকের পক্ষ্যথেকে কুইকফায়ার কিনে নেওয়ার কথা ঘোষণা করা হয়। তবে কুইকফায়ার কিনতে কী পরিমাণ অর্থ খরচ হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকে প্রতিদিন ১০০ কোটি ভিডিও দেখা হয় বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।