সুয়ারেজের বিশ্বাস অবসর ভেঙে ফিরবেন মেসি


প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৩ জুলাই ২০১৬

লিওনেল মেসিকে আবার আর্জেন্টিনা দলে ফেরাতে উদ্যোগী হলেন উরুগুয়ান তারকা এবং তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। তার সঙ্গে ইবিজায় ছুটি কাটিয়ে বার্সেলোনার সতীর্থ সুয়ারেজের ধারণা, মেসি অবসরের সিদ্ধান্ত নতুনভাবে বিবেচনা করবেন।

শুক্রবার বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে সুয়ারেজ বলেছেন, ‘আমি ভাবতেই পারছি না যে আর্জেন্টিনার হয়ে মেসি আর খেলবেন না। আমি তার ঘনিষ্ট বন্ধু। ফলে আমি চাইব, সে আবার জাতীয় দলে ফিরে আসুক। কোপা আমেরিকায় ফাইনালের হার মানতে না পারার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অবসরের সিদ্ধান্ত অবশ্যই মেসি বিবেচনা করবে।’

মেসির দেশপ্রেম নিয়ে সুয়ারেজ বলেন,  ‘আমি দেখেছি দেশের প্রতি তার কী অগাদ ভালোবাসা। তবে আপনার এটাও ভাবা উচিৎ যে, কোন পরিস্থিতিতে তিনি ওই সিদ্ধান্তটা নিয়েছিলেন। আমার বিশ্বাস তিনি তার সিদ্ধান্ত আবারও বিবেচনা করবেন।`

ব্যালন ডি’অর কে পেতে পারেন? ক্রিশ্চিয়ানো রোনালদো না, মেসি? সুয়ারেজ বলছেন, ‘লিও এখনও বিশ্বের এক নম্বর। ট্রফি পেল কি পেল না, তা আলোচনার মধ্যে আসে না। ম্যাচে অন্য কারও তুলনায় মেসি অনেক বেশি কার্যকর।’

আইএইচএস/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।