৫৮৯ রানে ইনিংস ঘোষণা ইংল্যান্ডের


প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৩ জুলাই ২০১৬

জো রুটের ক্যারিয়ার সেরা ২৫৪ রানের বিশাল ইনিংস। সঙ্গে অ্যালিস্টার কুকের ধৈর্য্যশীল ১০৫ রানের ইনিংস। রানের পাহাড়েই চড়বে ইংল্যান্ড- এটা ছিল জানা কথা। সেটাই ঘটলো শেষ পর্যন্ত। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ৫৮৯ রানের পাহাড়ে চড়ে অবশেষে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড।

ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার পর সেটাকে টেনে আড়াইশ’র ওপর নিয়ে গেলেন জো রুট। ৪০৬ বল খেলে এই ইনিংস গড়ার পথে রুট ২৭টি বাউন্ডারির মার মারেন। একটিও ছক্কা নেই অবশ্য এই ইনিংসে। ২৫৪ রান করার পর ওয়াহাব রিয়াজের বলে মোহাম্মদ হাফিজের হাতে ধরা পড়েন তিনি।

১০৪ বল খেলে ৫৮ রান করেন ক্রিস ওকস। তার ইনিংস ছিল ৮টি বাউন্ডারি এবং একটি ছক্কায় সাজানো। ৫৮ রান করেন জনি ব্যারেস্টও। তিনি খেলেন ৮১ বল। এছাড়া ৩৪ রান করেন বেন স্টোকস।

পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন ওয়াহাব রিয়াজ। মোহাম্মদ আমির এবং রাহাত আলি নেন ২টি করে উইকেট। ১ উইকেট নেন ইয়াসির শাহ।

বিশাল রানের নিচে চাপা পড়ে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। এ রিপোর্ট লেখার সময় তাদের রান কোন উইকেট না হারিয়ে ১৫। উইকেটে মোহাম্মদ হাফিজ এবং শান মাসুদ।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।