শঙ্কিত মুসল্লিরা


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১১ জানুয়ারি ২০১৫

টঙ্গীতে আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ রোববার। রেওয়াজ অনুযায়ি, আখেরি মোনাজাত শেষ হওয়ার পর মুসল্লিরা বিভিন্ন সময়ের জন্য তাবলিগ জামাতে বের হয়ে যান।

তাবলিগ জামাতে তারা দেশের বিভিন্ন প্রান্তে ইজতেমার দীক্ষা ছড়িয়ে দিতে চলে যাবেন। কিন্তু মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শঙ্কীত। বিএনপির অবরোধে তারা কিভাবে দীনের বাণী ছড়িয়ে দিতে যাবেন এ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। পরিবহন সংকটে তারা ভোগান্তিতে পড়বেন বলেই তারা মনে করছেন।

এদিকে, পুরো ইজতেমা এলাকা ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়েছে তুরাগ তীর। প্রচন্ড শীত উপক্ষো করে তারা মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় এখানে এসেছেন লাখো মুসল্লী। অবরোধে আসতেও বেগ পেতে হয়েছে তাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।