সেই হিগুয়াইনকেই ৮০০ কোটি টাকা দিয়ে নিল জুভেন্তাস!


প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৩ জুলাই ২০১৬

বড় ম্যাচের খারাপ খেলোয়াড় হিসেবে ইতোমধ্যে বেশ নাম কুড়িয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন। বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ কোপা আমেরিকার ফাইনাল এবং ২০১৬ সালের শতবর্ষী কোপার ফাইনালে হিগুয়েনের হাস্যকর ভুলের কারণেই শিরোপা বঞ্চিত থাকতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই হিগুয়েনকেই কি না ৮০০ কোটি টাকা দিয়ে কিনে নিল জুভেন্তাস!

অনেকটা অপ্রত্যাশিতই ছিল। ২৯ বছর বয়সী হিগুয়েনের জন্য সর্বোচ্চ হলে ৫০-৬০ মিলিয়ন ইউরো খরচ করতে পারতো ক্লাবটি কিন্তু নাপোলির বেঁকে বসাতেই জুভেন্তাসকে খরচ করতে হলো পুরো ৯৪ মিলিয়ন ইউরো (প্রায় ৮০০ কোটি টাকা)। ইতোমধ্যে তুরিনে নিজের মেডিকেলও সম্পন্ন করে ফেলেছেন হিগুয়েন।

অন্যদিকে গুঞ্জন রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পগবাকে ১১০ মিলিয়ন ইউরোতে ছেড়ে দিচ্ছে জুভেন্তাস। হিগুয়েনের অন্তর্ভুক্তিতে সেই ট্রান্সফারটি অনেকটাই উজ্জ্বল হলো।  

হিগুয়েনের জুভেন্তাসে যোগাদানের ব্যাপারে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। মোরাতা রিয়াল মাদ্রিদে ফেরত চলে যাওয়ায় স্ট্রাইকিংয়ে একজন সুযোগ্য খেলোয়াড় খুঁজে আসছিল তারা। অবশেষে হিগুয়েনকেই বেছে নেয় তুরিনের বুড়িরা। দুই আর্জেন্টাইন দিবালা এবং হিগুয়েন মিলে জুভেন্তাসের আক্রমণভাগ সামলাবেন।

গেল মৌসুমে ইতালিয়ান লিগে ৩৬ ম্যাচে ৩৫ গোল করে রেকর্ড গড়েছিলেন হিগুয়েন। সেটিই মনে ধরেছেন সাদা-কালো জার্সিধারীদের। হিগুয়েনের ট্রান্সফারটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ট্রান্সফার। এর আগে গ্যারাথ বেল এবং রোনালদোকে রেকর্ড দামে রিয়াল নিজেদের দলে নিয়ে এসেছিল। তবে হিগুয়েনের অন্তর্ভুক্তি লিগে ভালো করলেও জুভেন্তাসের হয়ে বড় ম্যাচগুলোটে হিগুয়েন নিজের খারাপ তকমা ঘুচে কতটা নিজেকে শাণিত করতে পারবেন সেটিই দেখার বিষয়।

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।