প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু রবিবার


প্রকাশিত: ১০:৪১ এএম, ২৩ জুলাই ২০১৬

প্রথমবারের মতো ‘প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৬’ শুরু হবে আগামীকাল রবিবার। সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায়, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রাণ ফুডস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে সাটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে অংশ নেবে এটিএন নিউজ ও দ্য রিপোর্ট টুয়েন্টি ফোরডটকম।  

ডিআরইউ’র আয়োজনে এবারই প্রথমবারের মত হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। জনপ্রিয় এই খেলাটিতে অংশগ্রহণ করছে দেশের স্বনামধন্য ২৪টি মিডিয়া হাউজ। পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল ও সমাপ্তি হবে ২৮ জুলাই।

মো. মজিবুর রহমান/আরআর/আরআইপি/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।