ভবিষ্যতেও মোস্তাফিজকে চায় সাসেক্স


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৩ জুলাই ২০১৬

এক ঝলকেই সাসেক্সের দৃশ্যপট পাল্টে ফেলেছেন মোস্তাফিজ। অভিষেকেই ইংল্যান্ডের মত জায়গায় ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে তো আরো পেতে চাইবে ইংলিশ ঘরোয়ার লিগের দলটি। হলোও তাই। ভবিষ্যতেও মোস্তাফিজকে পেতে চায় সাসেক্স।  

সাসেক্সের হয়ে সারের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বিবিসিকে দেওয়া এক অডিও বার্তায় সাসেক্সের সভাপতি জিম মে মোস্তাফিজকে ভবিষ্যতেও পাওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন। ‘ভবিষ্যতেও আমরা মোস্তাফিজকে পেলে সেটি অনেক সুখকর হবে। আমি মনে করেছিলাম মোস্তাফিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু এসেক্সের বিপক্ষে যা খেলেছে এক কথায় অসাধারণ।’

মোস্তাফিজের এমন অসাধারণ অভিষেক দেখে জিম মে’র সোজাসাপ্টা কথা, ‘আমি ওর মতো এমন চোখজুড়ানো অভিষেক এর আগে দেখিনি।’ এক ম্যাচেই মোস্তাফিজ যে সকলের নয়নের মণি হয়ে দাড়িয়েছেন সেটি জিম মের কথাতেই স্পষ্ট।

প্রথম বাংলাদেশি হিসেবে সাসেক্সে খেলার জন্য মোস্তাফিজকে উষ্ণ স্বাগতম জানাতেও ভুল করেননি তিনি। ‘বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার ফলে সবাই একটু অন্যভাবে দেখছিল জিনিসটাকে। কিন্তু মোস্তা সেটি পাল্টে ফেলেছে। তাকে আমি এখানে স্বাগতম জানাই।’  

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।