ল্যাবএইডের সামনে গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে বিএনপির চলমান অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ১০টি গাড়ি ভাংচুর ও ৬টি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টায় এই ঘটনাটি ঘটে। এসময় ধানমন্ডি থাকা পুলিশ ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে বলে জানা গেছে।

জানা যায়, মিছিলে ছাত্রদল সহ-সভাপতি, ইখতিয়ার কবির, যুগ্ম সম্পাদক মিয়া রাসেল, করিম সরকার, শামীমুর রহমান নাজিম, ছাত্রদল নেতা বাসার সিদ্দীকী, রুকুনুজ্জামান তালুকদার, মাইনুল ইসলাম, রনি, মামুন, সোহেল রানা, আরিফ, সাকের, আদনানসহ অন্তত ৩০/৩৫জন ছাত্রদল নেতাকর্মী অংশ নেন।

মিছিল থেকে ছাত্রদল নেতা রিজভীকে আটক করে পুলিশ। ধানমন্ডি থানার এক পুলিশ কর্মকর্তা রিজভীকে আটকের বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।