একই দলে মেসি-রোনালদো
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ডটকমের ওয়েবসাইটে ফুটবলপ্রেমীদের ভোটে ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে থেকে ২০১৪ সালের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। আর এই একাদশের আক্রমণভাগে আছেন বর্তমানের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
২০০৭ সাল থেকে প্রতি বছরই এই দলে আছেন রিয়াল মাদ্রিদের রোনালদো। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা এই একাদশে থাকলেও গত বছর বাদ পড়ে যান মেসি। এক বছর বাদে আবারও বর্ষসেরা দলে ফিরলেন বার্সেলোনার এই তারকা। মেসি ও রোনালদোর পাশে তৃতীয় ফরোয়ার্ড হিসেবে একাদশে আছেন পিএসজিতে খেলা সুইডেন তারকা ইব্রাহিমোভিচ।
ক্লাবের হিসেবে বায়ার্ন মিউনিখ থেকে সর্বোচ্চ ৪ জন একাদশে জায়গা পেয়েছেন। আর দেশ হিসেবে জার্মানির সর্বোচ্চ ৩ জন আছেন।
২০১৪ সালের উয়েফা একাদশ:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার
ডিফেন্ডার: সার্জিও রামোস,ফিলিপ লাম,ডাভিড আলাবা,দিয়েগো গোদিন।
মিডফিল্ডার: আরিয়েন রবেন,আনহেল ডি মারিয়া,টনি ক্রুস।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো,লিওনেল মেসি, ইব্রাহিমোভিচ।