চলে গেলেন রড টেলর


প্রকাশিত: ০৩:০৩ এএম, ১০ জানুয়ারি ২০১৫

ষাটের দশকের জনপ্রিয় হলিউড অভিনেতা রড টেলর আর নেই। বৃহস্পতিবার আমেরিকার লস অ্যাঞ্জেলসে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় ‘দ্য বার্ডস’ খ্যাত এ অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। টেলরের মেয়ে ফেলিসিয়া সিএনএন’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মৃত্যুর খবরে হলিউডজুড়ে নামে শোকের ছায়া। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া এ অভিনেতা ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু ছবিতে অভিনয় করে আলোচিত হন। ১৯৫৪ সালে ‘দ্য কিং অব দ্য কোরাল সি’ ছবির মধ্য দিয়ে অভিনয়ে আসেন রড টেলর। এরপর একে একে তার অভিনীত বহু ছবি বক্স অফিসে শীর্ষে অবস্থান করে। ১৯৬০ সালে ‘দ্য টাইম মেশিন’ ও ১৯৬৩ সালে ‘দ্য বার্ডস’ ছবি দুটো তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল হয়েছে।

১৯৬০-৬১ সালে ‘এবিসি’ নামের একটি টিভি সিরিজে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এতে প্রতিটি পর্বের জন্য ৩৭৫০ ডলার পারিশ্রমিক হিসেবে পেয়েছেন শক্তিমান এ অভিনেতা। ২০০৯ সালে ‘ইনগ্লোরিয়াস’ই ছিল তার সর্বশেষ অভিনীত ছবি। এরপর আর পর্দায় দেখা মেলেনি টেলরের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।