পগবার জন্য হাজার কোটি টাকার প্রস্তাব


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২০ জুলাই ২০১৬

একসময় পগবাকে বিনা টাকায় ছেড়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাকেই এবার হাজার কোটি টাকার বিনিময়ে কিনে নিতে চাইছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। কিন্তু তাতেও কি জুভেন্টাস পগবাকে ছেড়ে দিবে? এখনো সে ব্যাপারে তেমন কোন কিছু জানায়নি ইতালিয়ান এই ক্লাবটি।

২০১২ সালে দলে সুযোগ না পাওয়ার ক্ষোভে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন পগবা। তাকে ফ্রি ট্রান্সফারে নিজেদের দলে টেনে নেয় জুভেন্টাস। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। নিজেকে অনন্য উচ্চতায় নেওয়ার পাশাপাশি বর্তমান বিশ্বের সবথেকে চাহিদাসম্পন্ন মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই ফ্রেঞ্চম্যান।

ইংলিশ গনমাধ্যমের দাবি ইতোমধ্যে ১০৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ম্যান ইউ। কিন্তু ফ্রেঞ্চ এই তারকাকে পেতে ১২০ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৪০ কোটি টাকা) খরচ করতে হবে মরিনহোর দলকে।  

এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি ছিল গ্যারাথ বেলের। টটেনহ্যাম থেকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বেল। যদি পগবা ম্যান ইউতে যোগ দেন তাহলে তার ট্রান্সফারই হবে ইতিহাসের সবথেকে ব্যয়বহুল ট্রান্সফার ফি।

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।