আগস্টের শুরুতেই বার্সায় ফিরছেন মেসি


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২০ জুলাই ২০১৬

কোপা আমেরিকার ফাইনালে হারার পর বেশ কয়েকদিন ধরেই ছুটিতে রয়েছেন বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি। ছুটি শেষে আবারো বার্সায় ফিরছেন মেসি। আগস্টের ১ তারিখেই বার্সেলোনার অনুশীলনে ফিরছেন মেসি।

শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারের হারার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন মেসি। এখন ক্লাবের দিকেই বেশি মনযোগী হতে দেখা যাবে মেসিকে। এরই আলোকে বার্সার জার্সি গায়ে এবার বেশ ঘাম ঝড়াবেন মেসি।  

মেসি ছাড়াও হাভিয়ের মাসচেরানো, আন্দ্রেস ইনিয়েস্তা, ক্লদিও ব্রাভো, জেরার্ড পিকে, সার্জিও বুস্কেটস এবং ইভান রাকিতিচও ১ আগস্ট বার্সেলোনার অনুশীলনে ফিরবেন।

অন্যান্যরা ফিরলেও নেইমার এবং রাফিনহা ২০ আগস্টের আগে বার্সায় ফিরছেন না। মূলত ব্রাজিলের হয়ে অলিম্পিকে খেলার কারণেই জাতীয় দলের সঙ্গে থাকবেন তারা। ৩ আগস্ট শুরু হয়ে অলিম্পিক ফুটবল চলবে ২০ আগস্ট পর্যন্ত।

নেইমার না ফিরলেও দলের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগস্টের ১৪ এবং ১৭ তারিখ দুই লেগের স্প্যানিশ সুপারকোপার জন্য প্রস্তুতি শুরু করেছেন গেল মৌসুমের গোল্ডেন বুট জয়ী এই ফুটবলার।

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।