অলিম্পিকে নেইমারের উপর নির্ভরশীল ব্রাজিল


প্রকাশিত: ০৯:০২ এএম, ২০ জুলাই ২০১৬

ঘরের মাঠে রিও অলিম্পিককে সামনে রেখে প্রথমবারের মত স্বর্ণ জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিলের ফুটবলাররা। আর এই লক্ষ্যে দলটির কোচ রোজারিও মিকেল পুরোপুরি নির্ভর করছেন বার্সেলোনার তারকা নেইমারের ওপর।

রিও গেমসকে সামনে রেখে প্রথম অনুশীলন সেশনের পরে মিকেল বলেছেন, ‘আমি নেইমারের উপর নির্ভর করতে চাই। নেইমারের মত একজন খেলোয়াড়কে দলে রাখতে বিশ্বের কোন কোচই পিছপা হবে না। অনেকেই আমাকে বলেছেন নেইমারের ওপর পুরোপুরি নির্ভর না করার জন্য। কিন্তু আমি তাদের সাথে একমত হইনি। আমি চাইবো নেইমার সবসময়ই আমার দলে থাকুক।’

কোচ থাকাকালীন দুঙ্গা সবসময়ই একটি বিষয় প্রতিষ্ঠিত করতে চাইতেন যে ব্রাজিল দলটি একজনের দল নয়, এখানে সবাই সমান। কিন্তু এই এক জায়গায় মিকেলের সাথে তার কিছুটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। যদিও অলিম্পিকের পরে সেলেসাওদের দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন কোচ তিতে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।