লর্ডসেই নতুন জীবন পেলেন আমির


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৮ জুলাই ২০১৬

ছয় বছর আগে লর্ডসেই শেষ হতে বসেছিল তার ক্রিকেট ক্যারিয়ার; কিন্তু অল্প বয়স ও প্রতিভার জোরে বেঁচে গেলেন। ২০১০ লর্ডস টেস্ট স্পট-ফিক্সিং কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেট মক্কার বাইশ গজে স্ব-মহিমায় ফিরলেন পাকিস্তানি বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির৷ যাকে ‘নতুন জীবন’ অ্যাখ্যা দিলেন পাক অধিনায়ক মিসবাহ-উল হক।

ছয় বছর আগে এই লর্ডসেই ক্রিকেটকে কলঙ্কিত করেছিলেন আমির৷ তখনকার পাক অধিনায়ক সালমান বাটের সঙ্গে হাত মিলিয়ে স্পট-ফিক্সিং করে ইচ্ছাকৃত নো-বল করেছিলেন বাঁ-হাতি এই পাক পেসার৷

স্টিং অপারেশনে দোষ স্বীকার করে অন্য দুই সতীর্থ সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে জেলেও যান আমির; কিন্তু ভালো আচরণের জন্য দ্রুত মেয়াদ শেষ হওয়ার আগেই জেল থেকে ছাড়া পান প্রতিশ্রুতিময়ী এই পাক পেসার; কিন্তু আইসিসি’র পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটাতে হয় আমিরকে৷

নিষেধাজ্ঞা থেকে ফিরে লর্ডসেই প্রথম টেস্ট খেলেন তিনি৷ রবিবার ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে যায় পাকিস্তান৷ এই জয়ে ভূমিকা নেন আমিরও৷ মাত্র তিনটি উইকেট পেলেও দারুণ বল করেন বাঁ-হাতি পাক পেসার৷ মিসবাহ বলেন, ‘আমেরের কাছে এটা এক দারুণ মুহূর্ত৷ এখান থেকে ও নতুন জীবন শুরু করল৷ আশা করব ও ভালো পারফর্ম করে যাবে৷ ভালো ক্রিকেটারের পাশাপাশি ভালো মানুষ হয়েও নিজেকে প্রমাণ করবে৷’

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।