পরাজয় মেনে নিলেন রাজাপাকসে


প্রকাশিত: ০৩:৪১ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন মিথ্রিপালা সিরিসেনা। এক দশক ধরে শ্রীলঙ্কার নেতৃত্ব দেয়া মাহিন্দা রাজাপাকসে পরাজয় স্বীকার করে নিয়েছেন।

এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা হয়নি। তবে গণনাকৃত ভোটের ফলে দেখা গেছে, মাহিন্দা রাজাপাকসের এক মন্ত্রী মিথ্রিপালা সিরিসেনা প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে চলেছেন।

এদিকে রাজাপাকসে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন বলে তার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটের ফল আসার পর রাজাপাকসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, আমাদের কোনো ভালো খবর নেই। সব খারাপ খবর। তিনি বলেন, আমি মনে করি জনগণের পরিবর্তন দরকার এবং এটাই গণতন্ত্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।