কাফনের কাপড় কিনতে পারলেন না শহীদুল্লাহ


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫

রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী মিনিবাসে অবরোধকারীদের দেওয়া আগুনে শহীদুল্লাহ (৫২) নামে এক কাফনের কাপড় বিক্রেতা দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। শহীদুল্লা’র বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার কদমতলী গ্রামে।

চিকিৎসাধীন শহীদুল্লাহ জানান, আমি কাফনের কাপড় বিক্রি করি। কাপড় কিনতে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। টাঙ্গাইল থেকে গাজীপুর এসে গুলিস্তানগামী একটি মিনিবাসে উঠি। ৭টার দিকে বাসটি গুলিস্তান পৌঁছালে জানালা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় অবরোধকারীরা।

তিনি আরও জানান, বাস থেকে নামতে নামতেই আমার বাম হাতের কব্জি পর্যন্ত ও ডান পায়ের হাঁটু পুড়ে যায়। পরে আমার নাতি মোস্তফা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।