ফুটবল যে বোঝে, সে জানে মেসি সেরা


প্রকাশিত: ০৮:১২ এএম, ১৮ জুলাই ২০১৬

সময়টা একদমই ভালো যাচ্ছে না বার্সা তারকা লিওনেল মেসির। জাতীয় দল থেকে অবসরের পর বার্সেলোনার হয়ে কর ফাঁকি মামলায় ২১ মাসের জেল হয় মেসির। এমন দুঃসময়েও দলের সাবেক এবং বর্তমান ফুটবলারদের পাশে পাচ্ছেন মেসি। অন্যদিকে ইউরো কাপ জিতে বেশ স্বাচ্ছন্দ্যেই রয়েছেন রোনালদো। তবুও সাবেক বার্সা খেলোয়াড় জাভির মতে মেসিই সেরা।

‘স্পোর্ট’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জাভি বলেন, ‘আমার কাছে মেসির পর্যায়ের ধারেকাছেও কোন ফুটবলার নেই। মেসির মত আর কেউ আসবেও না। এখন অনেক ভালো ফুটবলার রয়েছে কিন্তু মেসির পর্যায়ের কেউ নেই।’

শুধু মেসিকে সেরা বলেই ক্ষান্ত হননি জাভি। ফুটবল জানা লোকরা সবসময়েই মেসিকে রোনালদোর আগে রাখবে বলে অভিমত ব্যক্ত করেছেন জাভি। ‘এখন মেসি এবং রোনালদোর মধ্যে একটা অন্যরকম লড়াই দেখতে পারে সবাই। যারা ফুটবল বোঝে তারা কোন প্রকার দ্বিধা ছাড়াই মেসিকে এগিয়ে রাখবে।’

বর্তমানে ছুটিতে রয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। আগস্টেই হুয়ান গাম্পার ট্রফি দিয়ে বার্সেলোনার হয়ে দলে ফিরবেন এই তারকা ফুটবলার।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।