দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত দলে চোট পাওয়া কুইন্টন


প্রকাশিত: ১০:৫১ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

একাধিকবার সেমিফাইনালে উঠলেও বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত কখনও পৌঁছতে পারেনি তারা। তাই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখনও অধরাই থেকে গিয়েছে। কিন্তু এবছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে নিজেদের অতীত রেকর্ড বদলাতে এখন বদ্ধপরিকর প্রোটিয়ারা।

বুধবারই পনেরো জনের চূড়ান্ত দল ঘোষণা করল তারা। গোড়ালিতে চোট থাকা সত্ত্বেও দলে রাখা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক-কে। যদিও বিশ্বকাপ দলে জায়গা হয়নি বাঁ-হাতি পেসার লোনাওয়াবো সোৎসোবের। জ্যাক কালিসের অবসরের পর দলে ভালো অল-রাউন্ডারের অভাব রয়েছে।

কিল অ্যাবট, ফারহান বেহেরদিনের মতো ক্রিকেটারদের রাখা হয়েছে বিশ্বকাপের দলে। এছাড়া দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত ১৫ জনের দলে রয়েছেন- ডেভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কিল অ্যাবট, ফারহান বেহেরদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মর্নি মর্কেল, ওয়েন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, ভার্ন ফিল্যান্ডার, রিলি রসৌ, ডেল স্টেইন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।