অবশেষে বিয়ে করছেন বেল


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৭ জুলাই ২০১৬

মাঠের মতো ঠের বাইরেও সময়টা বেশ ভালো যাচ্ছে ওয়েলস তারকা গ্যারাথ বেলের। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ওয়েলসের জার্সি গায়ে প্রথমবার খেলেছেন ইউরোর সেমিফাইনালে। এতো সব সাফল্যের মাঝেই খুশির সংবাদটি দিলেন তিনি। বিয়ে করতে যাচ্ছেন বেল। স্কুল জীবনের বান্ধবী এমা রিস জন্সকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জন্স-বেল জুটির রয়েছে দুই কন্যা সন্তান।
Bale
উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেই একে অপরের সঙ্গে প্রেম করে আসছেন বেল এবং জন্স। রিয়াল মাদ্রিদে যোগদানের কিছুদিন পরেই এমার কোল জুড়ে আসে আলাবা। এ বছরের মার্চ মাসে দ্বিতীয়বারের মত বাবা হন বেল। দ্বিতীয় কন্যা সন্তানের নাম রাখা হয় নাভা ভ্যালেন্টাইন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গ্যারাথ বেল নিজের আইডিতে তাদের বিয়ে করার কথা জানান। ইউরো কাপে দুর্দান্ত খেলার পর বর্তমানে বান্ধবী এবং সন্তানদের  সঙ্গে সময় কাটাচ্ছেন বেল।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।