হ্যাজার্ডকে ‘মেসি’ বানাতে চান কন্তে


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৭ জুলাই ২০১৬

মেসির ধারেকাছেও এখনো ঘেষতে পারেননি হ্যাজার্ড। কিন্তু তাকেই মেসি বানানোর স্বপ্ন দেখছেন চেলসির নতুন কোচ অ্যান্থনিও কন্তে। শুধু মেসির সমান বানানো নয়, বেলজিয়ান এই ফুটবলারকে রীতিমত বর্ষসেরা খেলোয়াড় বানানোর মিশনে নামছেন এই ইতালিয়ান কোচ।

গেল মৌসুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারননি হ্যাজার্ড। এপ্রিলের পর চেলসির জার্সি গায়ে আর গোল পাননি এই উইঙ্গার। তার অফ ফর্মে ক্লাবও হারিয়েছে তার সেই জৌলুশ। লিগের দশম স্থানে থেকে মৌসুম শেষ করে চেলসি। কান্তে হ্যাজার্ডকে পুরনো বিধ্বংসী রূপে ফেরাতে চান। এজন্য তাকে অনুসরণ করতে বললেন কন্তে। ‘আমাকে অনুসরণ করো এবং আমি তোমাকে মেসির পর্যায়ে নিয়ে যাবো।’

‘আমার মনে হয় আমাদের যে খেলোয়াড় রয়েছে তারা একসময় সেরা, সেরা এবং সেরা খেলোয়াড় হতে পারবে। তাদের এখন পরিচর্যার সময় এসেছে। ঘষে মেজে তাদের আরো পোক্ত করাই আমার লক্ষ্য।’

হ্যাজার্ডের অফ ফর্ম সম্পর্কে কন্তে বলেন, ‘আমার মনে হয় শুধু  হ্যাজার্ড না, পুরো দলের খেলোয়াড়দেরই অফ ফর্ম ছিল। চেলসির লক্ষ্যই হলো শিরোপা জেতা, চ্যাম্পিয়ন্স লিগে খেলা। গেল মৌসুম্যার আগের মৌসুমেও আবহাওয়াটা সেরকম ছিল।’

‘সবার আগে হ্যাজার্ডের সেরা প্রতিভাকে বের করে আনতে হবে। তার দক্ষতা, টেকনিক, শারীরিক এবং পুরো হ্যাজার্ডকেই যোগ্য করে তোলার কাজ করতে হবে।’

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।