নেইমারের চোখে রোনালদোই সেরা


প্রকাশিত: ০৬:০৮ এএম, ১৭ জুলাই ২০১৬

ইউরোতে হেরে ফ্রান্স তারকা আন্তোনিও গ্রিজম্যান বলেছিলেন এবারের ব্যালন ডি’অর ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে একরকম উঠে গেছে। এবার রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা তারকা নেইমারও স্বাকার করে নিলেন নিজের দুই বার্সা সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ নন, ব্যালন ডি’অরের জন্য নেইমারের চোখে রোনালদোই সেরা!

ব্যালন ডি অর নিয়ে নেইমার বলেন, ‘ব্যালন ডি’অরে শিরোপা জেতা বড় ভূমিকা রাখে। রোনালদো চ্যাম্পিয়নস লিগের সঙ্গে সঙ্গে ইউরোও জিতেছে। আমার মনে হয়, সেই এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে।’

রোনালদোর প্রশংসা করে নেইমার আরও বলেন, ‘রোনালদো একজন গ্রেট খেলোয়াড়। এটা মানতে আমার কোনো আপত্তি নেই।’

গত মৌসুমে বার্সার হয়ে ত্রিমুকুট জেতার পর মেসি পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার জিতে রোনালদোর সামনে ব্যবধানটা ৫-৪ করে ফেলার হাতছানি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।