লর্ডস টেস্টে চালকের আসনে পাকিস্তান


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ১৭ জুলাই ২০১৬

লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারী পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হাতে দুই উইকেট রেখে ২৮১ রানের বড় লিড পেয়েছে মিসবাহ বাহিনী।

লর্ডসে  প্রথম দিনে দুই দিন ব্যাটসম্যানদের রানের ফোয়ারা ছুটলেও তৃতীয় দিনটি ছিল বোলারদের। আগের দিনের ৭ উইকেটে ২৫৩ রান নিয়ে সকালে ব্যাট করতে নামলে ইংল্যান্ড শেষ ৩ উইকেট হারায় মাত্র ৮ ওভারেই। ফলে ২৭২ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

পাকিস্তান ৬৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি। রানের খাতা না খুলেই হাফিজ ক্যাচ দেন স্লিপে। দলীয় ৪৪ ও ৫৯ রানে মাসুদ ও আজহার আলি ফিরে গেলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। আগের ম্যাচে শতক হাঁকানো মেজবাহ কোন রান না করে সাজঘরে ফিরলে চাপটা আরও বেড়ে যায়।

ইউনিস খান ও আসাদ শফিক ৫৯ রানের জুটি গড়ে দলের প্রথম ধাক্কা সামাল দেন। সেখান থেকে শফিক-সরফরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে লিড দুশ স্পর্শ করে।

আগের ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দারুণ খেলছিলেন শফিক। তবে এবার ১ রানের জন্য অর্ধশত মিস করেন এই ব্যাটসম্যান।  

এরপর ইয়াসিরকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ান সরফরাজ। ৪৫ রান করা উইকেটকিপার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন ওকস। পরে তিনি নেন ওয়াহাব রিয়াজের উইকেটও। ওকসের দুর্দান্ত বোলিংয়ের পরও ইংল্যান্ডের অস্বস্তি হয়ে টিকে রয়েছেন ইয়াসির শাহ। ক্যারিয়ার সেরা ৩০ রানে অপরাজিত তিনি। ইংল্যান্ডের হয়ে ৫টি উইকেট দখল করেন ক্রিস ওকস। এছাড়া, মঈন আলি দুটি ও ব্রড একটি করে উইকেট দখল করেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।