২১ আগস্ট মাঠে নামছে মেসি-রোনালদোরা


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৫ জুলাই ২০১৬

আগামী ২০১৬-১৭ মৌসুমের স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশন ফুটবল ‘লা লিগা’র সময়সূচী নির্ধারণ করেছে লিগ কর্তৃপক্ষ। আগামী ২১ আগস্ট শুরু হতে যাচ্ছে এ জমজমাট লড়াই। তবে বর্তমান ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। আর  ফিরতি লেগ হবে এপ্রিলে।

চ্যাম্পিয়ন্স লিগ জয় করায় এবার ক্লাব বিশ্বকাপে খেলবে গত মৌসুমে লিগে রানার্সআপ হওয়া রিয়াল মাদ্রিদ। ৪ ডিসেম্বর ন্যু ক্যাম্পে প্রথম ক্লাসিকো খেলার পর ক্লাব বিশ্বকাপ খেলতে জাপানে যাবে রিয়াল। এল ক্লাসিকোর ফিরতি লেগ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে আগামী ২৩ এপ্রিল।

২০ নভেম্বর দুই নগর প্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যে ‘মাদ্রিদ ডার্বির’প্রথম লেগ হবে ভিসেন্তে কালদেরনে। আর বার্নাব্যুতে ফিরতি লেগ হবে ৯ এপ্রিল।

মেসি-নেইমারদের দল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আগামী ২১ অগাস্ট। একই সময় রিয়াল সোসিয়েদাদের মাঠে প্রথম ম্যাচে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল রিয়াল। আর ১০ বছর পর লা লিগায় ফেরা আলাভেসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে লিগের আরেক প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ।

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।