নিস হামলায় নিহতদের পাশে খেলোয়াড়রা


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৫ জুলাই ২০১৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক চাপা দিয়ে অন্তত ৮৪ জনকে হত্যা করেছে এক হামলাকারী। এরপরই এ নেক্কার জনক ঘটনার নিন্দা জানিয়েছেন বিশ্বের বড় বড় ক্রীড়া ব্যক্তিত্বরা। পাশাপাশি হামলায় নিহত ও ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানিয়েছেন তারা। শুধু খেলোয়াড়রাই নয়, বড় বড় ক্রীড়া প্রতিষ্ঠান ও ক্লাবগুলোও শামিল হয়েছে তাতে। সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে শোক প্রকাশ করেছেন তারা।

ওয়েলস ও রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল টুইটারে লিখেছেন, ‘এগুলো অবশ্যই থামানো উচিৎ। নিসের সকলের জন্য আমার গভীর সহানুভূতি রইল।’

ফুটবল ক্লাব বার্সেলোনা তাদের নিজস্ব টুইটারে লিখেছেন, ‘নিসে হামলায় আমরা শোকে স্তব্ধ ও বিষাদগ্রস্থ। নিহতদের পরিবার এবং বন্ধুদের পাশে বার্সেলোনা রয়েছে।’

ফরাসি তারকা থিয়েরি অঁরি লিখেছেন, ‘আবারো একবার ফ্রান্সের জন্য প্রার্থনা এবং নিসের ক্ষতিগ্রস্থদের জন্য সমবেদনা।’

প্যরাগুয়ের ফুটবলার রাদামেল ফ্যালকাও লিখেছেন, ‘আমার সহানুভূতি ও প্রার্থনা নিসের সকল নিহতদের জন্য এবং ফ্রান্সের মানুষের জন্য।’

চেলসি ও বেলজিয়াম গোলরক্ষক থিবাউট কোর্তিয়াস লিখেছেন, ‘নিস ট্র্যাজেডিতে নিহতদের জন্য সহানুভূতি জানাই।’

ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি তাদের টুইটারে লিখেছে, ‘ম্যানচেস্টার সিটির সকলের পক্ষ থেকে গত রাতে নিসের ক্ষতিগ্রস্থদের জানাই গভীর সমবেদনা।’

সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার লিখেছেন, ‘ফ্রান্সের জন্য আরও একটি ভয়ঙ্কর রাত। নিসে মর্মভেদী দৃশ্য। এটা ভয়ঙ্কর দুঃখজনক।’

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।