মিসবাহর সেঞ্চুরিতে পাকিস্তানের সংগ্রহ ৩৩৯ রান


প্রকাশিত: ১১:২৯ এএম, ১৫ জুলাই ২০১৬

অধিনায়ক মিসবাহ-উল-হকের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভালো সংগ্রহ পেয়েছে পাকিস্তান। সবকটি উইকেট হারিয়ে ৩৫০ রান করেছে সফরকারীরা। তবে দ্বিতীয় দিনে ব্যাটসম্যানদের ব্যর্থতায় আরও বড় সংগ্রহ থেকে বঞ্চিত হয় মিসবাহর দল। শেষ ছয়টি উইকেট হারায় তারা মাত্র ৫৭ রানে।

শুক্রবার লর্ডসে আগের দিনের ৬ উইকেট হারিয়ে ২৮২ রান নিয়ে খেলতে নামে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিল তারা। সরফরাজ আহমেদকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন মিসবাহ। তবে ক্রিস ওকসের করা ৯৫তম ওভারে দুটি উইকেট হারিয়ে বড় স্কোরের স্বপ্নভঙ্গ হয় তাদের। সরফরাজকে ভিন্সের তালুবন্দি করার এক বল পরেই ওয়াহাব রিয়াজকে বোল্ড করেন ওকস।

এর পরের ওভারেই ফিরে যান সেঞ্চুরিয়ান মিসবাহ। ব্রডের বলে বোল্ড হয়ে যান পাকিস্তান অধিনায়ক। তবে আউট হবার আগে ১৯৯ বলে ১৪৪ রান করেন তিনি। ১৮টি চারের সাহায্যে এ রান করেন ৪২ বছর বয়সী এ তারকা।

শেষ দিকে ইয়াসির শাহ ও মোহাম্মদ আমিরের ২৩ রানের জুটিতে ৩৩৯ রান করতে সমর্থ হয় পাকিস্তান। ইংলিশ বোলারদের পক্ষে ৭০ রান দিয়ে ৬টি উইকেট নেন ওকস। এছাড়া ৭১ রানে ৩টি উইকেট পান ব্রড।

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।