আর্জেন্টিনার অলিম্পিক দলে সিমিওনি


প্রকাশিত: ১০:০৩ এএম, ১৫ জুলাই ২০১৬

কিছুদিন আগেও আলোচনা চলছিলো এবারের রিও অলিম্পিক ফুটবলে অংশ নাও নিতে পারে আর্জেন্টিনা। ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে অস্বীকৃতি জানানোর ফলে এমন কিছু হতে পারে বলে ধারণা করেছিলেন ফুটবলবোদ্ধারা। তবে শেষ পর্যন্ত সাদা মাটা একটি দল গড়তে পেড়েছে ২০০৪ ও ২০০৮ এর অলিম্পিক স্বর্ণজয়ীরা। আর এ দলে রয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়াগো সিমিওনির ছেলে জিওভানি সিমিওনি। এছাড়াও দলে সুযোগ পেয়েছেন অ্যাতলেতিকোর স্ট্রাইকার আনহেল কোররেয়াও।

১৮ সদস্যের আর্জেন্টিনার এ দলে মাত্র ৫ জন দেশের বাইরে খেলেন। আনহেল কোররেয়ার সঙ্গে রয়েছেন সতীর্থ লুসিয়ানো ভিয়েত্তো। এছাড়াও আছেন ওয়েস্টহ্যামের মিডফিল্ডার মানুয়েল লানসিনি, রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক জেরোনিমো রুয়ি ও ক্রুজেইরোর মিডফিল্ডার লুকাস রোমেরো।

মূলত অনূর্ধ্ব-২৩ দল খেললেও ৩ জন বেশি বয়সী খেলোয়াড় খেলাতে পারেন অলিম্পিকে। আর্জেন্টিনা দলে বেশি বয়সী খেলোয়াড় আছেন দুজন। এরা হলেন গোলরক্ষক রুয়ি আর ইন্দিপেন্দেন্দিয়েন্তির ডিফেন্ডার ডিফেন্ডার ভিক্টর কুয়েস্তা।

এছাড়া বড় ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে না চাওয়ায় জুভান্তাসের ফরোয়ার্ড পাওলো দিবালাকে দলে নিতে পারেনি তারা। একই কারণে দলে নেই ইন্টার মিলানের মাউরো ইকার্দিও।

১৮ সদস্যের আর্জেন্টিনা দলঃ
গোলরক্ষকঃ জেরোনিমো রুয়ি (রিয়াল সোসিয়াদ), অ্যালেক্স অয়ের্নার (অ্যাতলেতিকো দি রাফায়েলা)।

রক্ষণভাগঃ ভিক্টর কুয়েস্তা (ইন্দিপেন্দেন্দিয়েন্তি), লাউতারো গিয়ানতি (রোজারিও সেন্ট্রাল), হোসে লুইস গোমেজ (লানুস), লিসান্দ্রো মাগাল্লান (বোকা জুনিয়র্স), আলেক্সিস সোতো (ব্যানফিল্ড), লিয়েন্দ্রো ভেগা (রিভার প্লেট)।

মিডফিল্ডারঃ সান্তিয়াগো আস্কাসিবার (অ্যাস্তুদিয়ান্তেস), জিওভানি লো সেলসো (রোজারিও সেন্ট্রাল), জোয়াকুইন কোররেয়া (সাম্পদোরিয়া), মাউরোসিও মার্টিনেজ (ইউনিয়ন দি সান্তা ফে), লুকাস রোমেরো (ক্রুজেরিও)।

ফরোয়ার্ডঃ আনহেল কোররেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান অ্যাস্পিনোজা (হুরাক্যান), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্টহ্যাম), জিওভানি সিমিওনি (রিভারপ্লেট), লুসিয়ানো ভিয়েত্তো (অ্যাতলেতিকো মাদ্রিদ)।

আরটি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।