পাকিস্তানে কোনো মেধাবী ক্রিকেটার নেই


প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৫ জুলাই ২০১৬

এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফর্মেন্সের কারণে অধিনায়কত্বের সঙ্গে সঙ্গে দল থেকেও জায়গা হারিয়েছেন পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান শহীদ আফ্রিদি। জাতীয় দলে জায়গা না পেলেও আফ্রিদি মনে করেন  পাকিস্তানে তার নিজের থেকে বড় কোনো মেধাবী ক্রিকেটার এখনও আবির্ভুত হয়নি।

৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, `পাকিস্তানের মেধাবী ক্রিকেটারদের নিয়ে অনেক সময় অনেক আলোচনাই হয়। আমরা বলে থাকি আমাদের দেশে অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে। আসলে আমি দুঃখিত যে আমাদের দেশে বর্তমানে কোনো মেধাবী ক্রিকেটারই নেই। ক্রিকেট বিশ্ব যে মেধাবী ক্রিকেটারদের চায়, তার কিছুই নেই পাকিস্তানে।`

পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে এবং ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার আরো বলেন,`আমি পাকিস্তানকে একটি ভালো টি-টোয়েন্টি দল হিসেবে গড়তে চেয়েছিলাম। কিন্তু, সেখানে যারা খেলেছে তাদের থেকে আমিই সেরা। আবারো বলছি, পাকিস্তানের বর্তমান স্কোয়াডে আমিই মেধাবী আর সেরা ক্রিকেটার। ইনজি ভাইকে বলেছি তরুণদের সুযোগ করে দিতে। তবে, আমাকে যদি কখনো দলের প্রয়োজন হয়, আমি অবশ্যই দেশের জার্সি গায়ে ফের সেরাটা দেওয়ার চেষ্টা করব।`

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।