মিসবাহর সেঞ্চুরিতে ভালো অবস্থানে পাকিস্তান


প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৪ জুলাই ২০১৬

শুরুর আগেই ব্যাপক আলোচনায় পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। স্পট ফিক্সিং কেলেঙ্কারির ৬ বছর পর এই প্রথম পাকিস্তানের ইংল্যান্ড সফর। তারওপর স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে শাস্তি পাওয়া মোহাম্মদ আমিরের এই সফরে খেলতে যাওয়া নিয়ে চলছিল ব্যাপক তোলপাড়।

সব কিছু মাড়িয়ে শেষ পর্যন্ত লর্ডসে শুরু হলো বহুল আলোচিত ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্টের মধ্য দিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রথম খেলতে নামলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। লর্ডস টেস্টের প্রথমদিন ৬ উইকেট হারিয়ে ২৮২ রান করে ভালো অবস্থানেই রয়েছে পাকিস্তান।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিসবাহ। ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ আর শান মাসুদ মিলে ৩৮ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন; কিন্তু এরপরই শুরু হয় ডায়রিয়া। ৭৭ রানের মধ্যে আউট সেরা তিন ব্যাটসম্যান। এরপর ইউনিস খান এবং মিসবাহ একটি জুটি গড়েন ৫৭ রানের।

আসাদ শফিক আর মিসবাহ মিলে গড়েন ১৪৮ রানের জুটি। এরই মধ্যে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়ে ফেললেন মিসবাহ। টেস্টে যা তার ১০ সেঞ্চুরি। দিন শেষে তিনি অপরাজিত ১১০ রানে।

আসাদ শফিক আউট হন ৭৩ রানে। তার আর মিসবাহর ব্যাটের ওপর ভর করেই ২৮২ রানের স্কোর তুলতে সক্ষম হলো পাকিস্তান। ইংলিশ বোলার ক্রিস ওকস ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।