আগামী মৌসুমে মেসি-নেইমারদের নতুন জার্সি


প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১৪ জুলাই ২০১৬

একটা মৌসুম শেষ। আরেকটা মৌসুম শুরু হবে আর মাস খানেক পরই। তার আগেই প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সে প্রস্তুতিরই অংশ হিসেবে আগামী মৌসুমের জন্য নতুন জার্সি উদ্বোধন করেছে মেসি-নেইমারদের ক্লাব।

প্রথাগত ঐতিহ্যাবাহী মেরুন এবং নেভি ব্লু রংকে এবার প্রাধান্যই দিলো না বার্সা। প্রথা ভেঙে একেবারে পার্পল (বেগুনি) রংয়ের জার্সি বানানো হয়েছে নতুন মৌসুমের জন্য। ঘাড়ের ওপর দুই পাশে রাখা হয়েছে দুটি পিঙ্ক (গোলাপি) রংয়ের স্ট্রেইপ। সামনে বুকের ওপর একপাশে ক্লাবের লোগো, অন্যপাশে স্পোর্টস কিট তৈরিকারী প্রতিষ্ঠান নাইকির লোগো। এটা অবশ্য মেসি-নেইমারদের অ্যাওয়ে জার্সি।

নতুন জার্সি পরে ইতিমধ্যে ছবির জন্য পোজও দিয়েছেন মেসি-নেইমার-ইনিয়েস্তা-পিকে-সুয়ারেজরা। গতকালই এই জার্সি প্রকাশ করা হয়েছে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে। তবে মেরুন এবং নেভি ব্লু কালারের হোম জার্সিটা আগের মতোই থাকছে।

ইতিমধ্যেই জার্সিটি বিক্রি শুরু করে দিয়েছে বার্সা। বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটের অনলাইন শপ থেকে কিনতে পাওয়া যাবে ৬৫ ইউরোর বিনিময়ে। শিশুদের জন্য জার্সির মূল্য ২৮ ইউরো।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।