ইংল্যান্ডকেই হুমকি দিয়ে রাখলো পাকিস্তান


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৩ জুলাই ২০১৬

ইংল্যান্ডে শুরু হচ্ছে আরেকটি পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজ। এর আগে প্রতিটি ইংল্যান্ড সফরেই কোন না কোন সমস্যায় জর্জরিত হয়েছে। সর্বশেষ ৬ বছর আগে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের নাম। এরপর থেকেই অবশ্য পাকিস্তান ক্রিকেট দলটি ঐক্যবদ্ধ মিসবাহ-উল হকের নেতৃত্বে। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সেই নেতৃত্ব থেকে অনেক আগে সরে এলেও এই ৪২ বছর বয়সেও টেস্ট নেতৃত্ব ধরে রেখেছেন মিসবাহ।

ইংল্যান্ড সফর শুরুর আগেই অবশ্য পাকিস্তান দলে অন্তর্দন্দ্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল মিসবাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ নয় পাকিস্তান ক্রিকেট দল। কিংবা নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের সঙ্গে মনোমালিন্য চলছে মিসবাহর। এমনই মুখরোচক সংবাদ পরিবেশন করছিল ব্রিটিশ মিডিয়া।

তবে লর্ডস টেস্ট শুরুর প্রাক্কালে দলের অন্যতম সেরা পেসার ওয়াহাব রিয়াজ জানিয়ে দিলেন, পাকিস্তান দলটিতে অন্তর্দন্দ্বের কোন লেশমাত্র নেই। পুরো দল মিসবাহ-উল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান শুধু চায় ভালো ক্রিকেট উপহার দিতে।

পাকিস্তান দল সম্পর্কে অনেক কথাই ভেসে বেড়াচ্ছে বাতাসে। ওয়াহাব রিয়াজ এসব কথার উত্তর দিতে গিয়ে শুধু এটুকুই বলেছেন, ‘আমরা একটা নীতি অবলম্বন করেছি। সেটা হলো- এক কান দিয়ে শুনবো, অন্য কান দিয়ে বের করে দেবো।’

মানুষকে থামানো সম্ভব নয় জানিয়ে রিয়াজে বলেন, ‘মানুষ কী বলছে এগুলো আপনি কখনওই থামাতে পারবেন না। ওসব কথার দিকে কান না দিলেই তো হয়। মানুষ কী চিন্তা করছে, কী বলছে এগুলো আমাদের কাছে কোন ব্যাপারই না। আমরা এখানে তাদের কথার জবাব দিতে আসিনি। এসেছি ক্রিকেট খেলতে। ভালো খেলা উপহার দিয়েই ফিরতে চাই। আমাদের প্রত্যাশা ইংল্যান্ডের বিপক্ষে বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলতে পারবো। কারণ, ইংল্যান্ড খুব ভালো একটি দল।’

লর্ডস টেস্টে ইংল্যান্ডকে হারাতে চায় পাকিস্তান। সে কথাই জানিয়েছেন ওয়াহাব রিয়াজ। তিনি বলেন, ‘আমরা চাই ইংল্যান্ডকে হারাতে। আমরা এই ম্যাচটি জয়ের দিকেই নিজেদের সব মনযোগ নিবদ্ধ করছি। নিজ দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করবো। আমাদের দলের সবাই এই একই চিন্তা করছে। আমরা সবাই জানি- এখানে অনেক কথা আসবে যাবে। আমরা শুধু শুনবো এবং অন্য কান দিয়ে বের করে দেবো। আমরা শুধু নিজেদের খেলার দিকেই মনযোগি হতে চাই।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।