বৃহস্পতিবারও ইংল্যান্ড যাওয়া হচ্ছে না মোস্তাফিজের


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৩ জুলাই ২০১৬

পূর্বনির্ধারিত সময়, মানে ১৩ জুলাই তার আর ইংল্যান্ড যাওয়া হচ্ছে না, তা জানা হয়ে গিয়েছিল আগের দিন মঙ্গলবারই। শেষ খবর হলো বৃহস্পতিবারও লন্ডন যেতে পারছেন না মোস্তাফিজুর রহমান।
 
কারণ বুধবারও ভিসা পাননি কাটার মাস্টার। ভিসা বিড়ম্বনায় পড়া এ বাঁ-হাতি পেসারকে অপেক্ষায় থাকতেই হচ্ছে।

বিসিবির লজিস্টিক কমিটির একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, বৃহস্পতিবারই ভিসা হতে পারে। তবে ভিসা হলেও তার পক্ষে বৃহস্পতিবার লন্ডন যাত্রা সম্ভব নয়। কারণ বাংলাদেশ বিমানের বৃহস্পতিবার ঢাকা-লন্ডন ফ্লাইট নেই।
 
সে ক্ষেত্রে বৃহস্পতিবার ভিসা হলেও শুক্রবারের আগে লন্ডন যাত্রার সম্ভাবনা নেই মোস্তাফিজের। বিসিবি লজিস্টিক ম্যানেজার সজীব জানিয়েছেন, যেহেতু সরাসরি ফ্লাইট, তাই মোস্তাফিজ বাংলাদেশ বিমানেই যাবেন।

আর ঢাকা-লন্ডন বিমানের ফ্লাইট সকালে। বাংলাদেশ সময় সকাল ১১টা নাগাদ সপ্তাহে চারদিন (বুধ, শুক্র, শনি ও রোববার) ওই ফ্লাইট, যা ব্রিটিশ সময় দুপুর ৩টা নাগাদ পৌঁছে। অর্থাৎ প্রায় ১১ ঘণ্টার ভ্রমণ।

এছাড়া অ্যামিরেটস দুবাই হয়ে, কাতার এয়ারওয়েজ দোহা হয়ে এবং জেট এয়ারওয়েজও দিল্লি হয়ে লন্ডন যায়। মোস্তাফিজ সরাসরি ফ্লাইটে যাবেন বলেই বৃহস্পতিবার ভিসা পেলেও তাকে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

বলা বাহুল্য, সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেটে চার দিনের টুর্নামেন্ট না খেললেও টি-টোয়েন্টি ও একদিনের ফরম্যাটের টুর্নামেন্টের কয়েকটি ম্যাচ খেলার কথা সাতক্ষীরার এ পেস সেনসেশনের।

এআরবি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।